Wednesday 30 July 2014

এবার বন্ধ হল টিটাগড়ের কেনিসন জুটমিল


রাজ্যে শিল্পে সঙ্কট অব্যাহত৷ ফের বন্ধ হল আরও একটি জুটমিল৷ অন্ধকারে টিটাগড়ের কেনিসন জুটমিলের দেড় হাজার শ্রমিকের ভবিষ্যত৷
বুধবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা দেখেন কেনিসন জুটমিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ৷ ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা৷ শুরু হয় বিক্ষোভ৷
লোকসানের জেরেই উত্পাদন বন্ধের সিদ্ধান্ত বলে জানিয়েছে জুটমিল কর্তৃপক্ষ৷ অবিলম্বে মিল খোলা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে শ্রমিক সংগঠনগুলি৷
জুটমিল সঙ্কটের দায় রাজ্য সরকারের ওপর চাপিয়েছে শ্রমিকদের একাংশ৷
 তৃণমূলের শ্রমিক সংগঠনের দাবি, এই জুটমিলটি পরিচালনার দায়িত্বে রয়েছে ন্যাশনাল জুটমিল কর্পোরেশন৷ তবে বিষয়টি রাজ্য সরকারকেও জানানো হবে৷
উত্সবের মরসুমে একটা নোটিস বদলে দিয়েছে ওঁদের সবকিছু৷ ভেস্তে যেতে বসেছে ভবিষ্যত্ পরিকল্পনা৷
সঙ্কটে শ্রমিক পরিবারগুলি৷ মিল বন্ধের প্রতিবাদে এদিন টিটাগড়ে বি টি রোড অবরোধ করেন শ্রমিকরা৷ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মিলের গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে৷
গত কয়েক মাসে রাজ্যে নানা কারণে একাধিক জুটমিল বন্ধ হয়েছে৷ উত্তর ২৪ পরগনায় এখনও বন্ধ ক্রিসেন্ট জুটমিল৷ সেই তালিকায় নবতম সংযোজন হল টিটাগড়ের কেনিসন জুটমিল৷


No comments:

Post a Comment